ভ্রমণে খরচ কমাতে আছে হোস্টেল, ডরমেটরি

আজকাল আমারা অনেকেই কম খরচে ভাল ভাবে ঘুরতে চাই এবং ভ্রমণে দেশ বিদেশের নতুন নতুন মানুষের সাথে মিশতে চাই। আর যারা এই ধারনা বুকে পোষন করে থাকেন তাদের জন্য ডরমিটরি/হোস্টেলের কোন বিকল্প নেই। অনেকেই মনে করেন এক রুমে ৪-৬ জন মানুষ থাকবে, কেমন না কেমন, মালামালের নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি। তবে আমি মনে করি অসুবিধার থেকে সুবিধা অনেক বেশি।

ছবিঃ hostelworld.com

যেমন, প্রথমে বলতে হবে খরচের কথা। ইন্ডিয়াতে ২০০-৩৫০ রুপির মধ্য ব্রেকফাস্ট, কিচেন সুবিধা, হাই স্পিড নেট ও এসি সহ সিট পাওয়া যায়। আমি আমার ২৭ দিনের ইন্ডিয়া ট্রিপে কোন হোটেলে ছিলাম না। প্রথম বার কোচিনে হোস্টেল থাকার পর হোস্টেলের প্রেমে পরে গিয়েছি। বিশেষ করে রাতে খারাবের সময়। এক জনে এক এক এলাকার রান্না করে এবং রাতে সব এক টেবিলে পরিবেশন করা হয়। আমার কাছে এই অংশটাই বেশি ভাল লেগেছে।

তাছাড়া সবাই তাদের ভ্রমন অভিজ্ঞতা ও পরিকল্পনা শেয়ার করে, কেউ গান গায় কেউ বা আবার গিটার বাজায়। রাতে ৮-১০ জন মিলে রাস্তায় ঘুরে বেড়ানো। সলো ট্রাভেলারদের জন্য পুরো পারফেক্ট। নিরাপত্তার জন্য আপনাকে একাটা লকার দেয়া হয় লক সহ। তবে আমি কাউকে লক করতে দেখি নি, তাই আমিও লক করি নি। হোস্টেল ওয়ার্ল্ড নামে একটা এ্যাপ আছে যা দিয়ে সহজে বুকিং করা যায়। তাছাড়া booking.com তো আছেই।

হ্যাপী ট্রাভেলিং 🙂

Leave a Comment
Share