আদনান প্যালেস, নবাবগঞ্জ
ঢাকার আশে পাশে এমন অনেক জায়গা রয়েছে যেগুলো বাজেট সাশ্রয়ী, কম দুরত্বের, কম সময়সাপেহ্ম ও ডে ট্যুর (Day Tour) দেওয়ার জন্য এক কথায় অসাধারন। এমনই ঢাকার পাশের একটি জায়গা নবাবগঞ্জ (Nawabganj)। তাই আমি – শেখ ফারদিন অয়ন, দেরি না করে বের হয়ে পড়ি নবাবগঞ্জ এক্সপ্লোরেশনের জন্য। এবারও আমার সাথে ছিল আমার ছায়া ও বন্ধু গুগেল ম্যাপস।
আদনান প্যালেস
আপনাকে প্রথমে যেতে হবে গুলিস্থান গোলাপ শাহের মাজারের একটু সামনে। এখানে দেখবেন নবাবগঞ্জ ও মৈনট ঘাটের বাস রয়েছে যেমনঃ দ্রুত পরিবহন, এন মল্লিক, বিআরটিসি, যমুনা পরিবহন ইত্যাদি। যেকোন একটায় চেপে প্রকৃতি দেখতে দেখতে ঘন্টাখানেকের মধ্যে চলে যান নবাবগঞ্জ। বাসের কন্টেকটারকে বলবেন কোকিল প্যেয়ারী স্কুলের সামনে নামবেন। নেমে পড়লে দেখবেন জর্জ বাড়ি, উকিল বাড়ি, কোকিল পেয়ারির বাড়ি, মঠ সবগুলো রাস্তার অপজিট সাইডে পাশাপাশি অবস্থিত।
জর্জ বাড়ি
দেখা শেষ করে কাউকে জিজ্ঞাসা করে হাটা ধরবেন প্যালেস পার্কের রোড বরাবর। প্যালেস পার্কের রোডে ঢুকে ৩মিনিট হাটলে সামনে একটা মোড় পড়বে কাউকে জিজ্ঞেস করলে আধারকোঠা দেখিয়ে দিবে। হাটতে থাকলে নবাবগঞ্জের প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। এটা দেখা শেষ করে আবার হাটতে হাটতে আদনান প্যালেস। টিকেট কেটে দেখা শেষ করে পাশেই ইছামতি নদীর তীরে বাকি সময়টা কাটিয়ে অটো করে চলে আসুন নবাবগঞ্জ বাজারে। পরে এখান থেকে আবার গুলিস্থান, ঢাকা।
এখানে খরচ বলতে কিছু নাই দুপুরের খাবার দিয়ে অনায়াসে ৩০০-৩৫০ টাকায় ঘুরে আসা যাবে।
কোকিল পেয়ারির বাড়ি
নবাবগঞ্জ ঢাকার পাশেই একটি সুন্দর এলাকা পাশাপাশি এখানকার লোকাল মানুষদের সাথে ভদ্রতা বজায়ে রাখুন এবং লোকালদের সাথে কোন রকম ঝামেলায় জড়াবেন না৷ পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ রহ্মায় এগিয়ে আসুন। অপাচনশীল ময়লা কোথাও ফেলবেননা। নিজে সচেতন হই ও অন্যকে সচেতন করি।
Leave a Comment