শ্রীমঙ্গলের সেরা কিছু রিসোর্ট এবং তাদের খরচের বিস্তারিত

পর্যটন খাতকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে গড়ে উঠেছে ভালো মানের বহু হোটেল ও রিসোর্ট। এখানকার হোটেল ও রিসোর্টগুলোতে রয়েছে অবকাশ যাপনের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা। যদিও ভালো মানের প্রায় সব হোটেলগুলো শ্রীমঙ্গল শহরে অবস্থিত হলেও বেশিরভাগ রিসোর্টগুলোই গড়ে উঠেছে শহর থেকে কিছুটা ভেতরে। তবে প্রকৃতির সারথি হতে চাইলে অবকাশ যাপনের ক্ষেত্রে রিসোর্টগুলোর কোনো বিকল্প নেই। কেননা প্রাকৃতিক আবহে প্রকৃতিরই অংশ হিসেবে প্রস্তুত করা হয়েছে এই রিসোর্টগুলো, সাঁজিয়ে তোলা হয়েছে প্রকৃতির সান্নিধ্যস্বরূপ। শ্রীমঙ্গলের এমনি সেরা কিছু রিসোর্ট নিয়ে আলোচনা করবো আজকের এই পর্বে।

গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ

শ্রীমঙ্গলের সবচেয়ে বিলাসবহুল রিসোর্টগুলোর মধ্যে সবার শীর্ষে অবস্থান করছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ। ১৩.২ একর জমির উপর নির্মিত পাঁচ তারকা মানের এই রিসোর্টটিতে রয়েছে যাবতীয় অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা। অতিথিদের বিনোদন উপভোগের জন্য রয়েছে গেম সেন্টার, মুভি থিয়েটার, প্লে গ্রাউন্ড ও সুইমিংপুলসহ ইত্যাদি ব্যবস্থাপনা। এই রিসোর্টে আটটি ক্যাটাগরির সর্বমোট ১৩৫টি কক্ষ রয়েছে। এগুলোর মধ্যে তুলনামূলক মূল্য ও মানের বিবেচনায় কিং ডিলাক্স ক্যাটাগরি সর্বনিম্ন। যার প্রতিটি কক্ষের ভাড়া ২৪,০০০ টাকা। কিং ডিলাক্স ক্যাটাগরির পর ক্রমানুযায়ী রয়েছে কুইন ডিলাক্স, ট্রিপল ডিলাক্স, এক্সিকিউটিভ সুইট কিং, এক্সিকিউটিভ সুইট কুইন, রয়াল সুইট ডিলাক্স, রয়াল সুইট সুপেরিয়র ও প্রেসিডেন্সিয়াল সুইটসহ সর্বমোট আটটি ক্যাটাগরি। এগুলোর মধ্যে প্রেসিডেন্সিয়াল সুইট ক্যাটাগরির প্রতিটি কক্ষের ভাড়া ৭৭,৬০০ টাকা। সর্বাধিক ব্যয়বহুল এই প্রতিটি কক্ষ ৪জন অতিথির জন্য যথেষ্ট।

এই রিসোর্টে ভোজনের ব্যবস্থাপনা-স্বরূপ ৩টি পাঁচ তারকা মানের রেস্তোরা ও একটি ক্যাফে রয়েছে। কাজেই চাহিদা অনুযায়ী এখানে প্রতিটি অতিথির জন্যই রয়েছে সব ধরণের খাবারের সুব্যবস্থাপনা। আর যাতায়াতের কথা বলতে গেলে, শ্রীমঙ্গল থেকে যেকোনো সিএনজি,মাইক্রোবাস কিংবা প্রাইভেটকারে করে সহজেই চলে আসতে পারবেন গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে।

যোগাযোগ: +8801730793501-4
ওয়েবসাইট: https://www.grandsultanresort.com/

দুসাই রিসোর্ট এন্ড স্পা

শ্রীমঙ্গলের সবচেয়ে ব্যয়বহুল রিসোর্টগুলোর মধ্যে গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের পরেই আসে দুসাই রিসোর্ট এন্ড স্পা। শ্রীমঙ্গল উপজেলার অন্তর্গত গিয়াসনগরে অবস্থিত ব্যয়বহুল এই রিসোর্ট। প্রায় ১৭ একর জমির উপর নির্মাণ করা হয়েছে এই রিসোর্টটি। এখানে হোটেল ও ভিলা এই দুই ক্যাটাগরি অনুযায়ী রুম পাওয়া যায়। এর মধ্যে হোটেল ক্যাটাগরিতে আবার রুম আছে দুই ধরণের তথা সুপিরিয়র কিং ও প্রিমিয়াম কিং। সুপিরিয়র কিং এর ভাড়া ১২,০০০ টাকা প্রতি রাত। আর প্রিমিয়াম কিং -এর ভাড়া ১৪,০০০ টাকা। হোটেল ও ভিলা ক্যাটাগরির রুমগুলোর মধ্যে হোটেল ক্যাটাগরির এই রুমগুলোর ভাড়াই সর্বনিম্ন। ভিলা ক্যাটাগরির রুমগুলোর ভাড়া আরো অধিক। ভিলা ক্যাটাগরিতে মোট সাত ধরণের রুম আছে। এগুলোর মধ্যে একটি হচ্ছে ভিলা ডিলাক্স কুইন ,যার ভাড়া ১৬,০০০ টাকা। সাত ক্যাটাগরির রুমের মধ্যে এটিই সর্বনিম্ন। ভিলা ডিলাক্স কুইন এর পর রয়েছে ভিলা ডিলাক্স কিং, ভিলা সুইট সি, ভিলা সুইট বি, ভিলা সুইট এ, হানিমুন ভিলা এবং সর্বশেষ প্রেসিডেন্সিয়াল ভিলা। প্রেসিডেন্সিয়াল ভিলাতে প্রতি রাতের জন্য গুনতে হবে ৮০,০০০ টাকা। মানের বিবেচনায় এটিই দুসাই রিসোর্টের সর্বোচ্চ কক্ষ। এই রিসোর্টে থাকার জন্য অবশ্যই আগ থেকে রুম বুকিং দিয়ে আসতে হবে।

খাবার সংগ্রহের ভোগান্তি নিরসনে মোট চারটি রেস্তোরা ও ক্যাফে রয়েছে এই রিসোর্টে। এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা হিসেবে সুইমিংপুল, ব্যাটমিন্টন কোর্ট, টেনিস, কনফারেন্স রুম, ব্যায়ামাগার, গেম জোন ও সাইকেল রাইডিংসহ সকল সুযোগ-সুবিধাই রয়েছে এই রিসোর্টে। তবে এই রিসোর্টের নিয়ম অনুযায়ী সকল খাবার মূল্য এবং বুকিং মূল্যের সাথে বাড়তি ১৫% ভ্যাট ও ১০% সার্ভিস চার্জ প্রযোজ্য। শ্রীমঙ্গল শহর থেকে দুসাই রিসোর্টের দূরত্ব ১৫.১ কিলোমিটার। মাইক্রোবাস, সিএনজি কিংবা নিজস্ব পরিবহনে করে যাওয়া যাবে এই রিসোর্টে। তাছাড়া রিসোর্ট কর্তৃপক্ষকে আগে থেকে ফোন করে জানিয়ে রাখলে তারাই গাড়ি পাঠিয়ে দেবে।

যোগাযোগ: +8801617005511|
ওয়েবসাইট: https://www.dusairesorts.com/

নভেম ইকো রিসোর্ট

শ্রীমঙ্গলের সেরা ১০ রিসোর্টের মধ্যে নভেম ইকো রিসোর্ট অন্যতম একটি। শ্রীমঙ্গল শহর থেকে খানিকটা ভেতরে রাধানগর এলাকায় এই রিসোর্টটি অবস্থিত। মানের বিবেচনায় এই রিসোর্টটি মাঝারি মানের হলেও পর্যটকদের কাছে এটি বেশ জনপ্রিয়। তাই আগ থেকে বুকিং করা না থাকলে এখানে রুম পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই রিসোর্টে বিভিন্ন ধরণের থাকার ব্যবস্থা রয়েছে। এই রিসোর্টে রুম প্রতি ভাড়া (৫,৫০০-২০,৫০০) টাকা পর্যন্ত হয়ে থাকে। এগুলোর মধ্যে কাঠের কটেজগুলো বেশ জনপ্রিয়। এই কটেজগুলোর প্রতিটি রুমের সাথে একটি করে ব্যক্তিগত সুইমিংপুল রয়েছে। প্রায় ১০৫০ স্কয়ার ফিট বিশিষ্ট এই কটেজের রুমগুলোতে ২টি করে কাপল বেড রয়েছে। পাহাড়ের উপর থেকে চমৎকার সূর্যাস্থের দেখা পাওয়া যায় রুমে বসেই। তবে মনে রাখবেন এই কটেজগুলো সংখ্যায় একেবারেই সীমিত। তাই এই কটেজে থাকার ইচ্ছে থাকলে বেশ কয়েকদিন আগ থেকেই বুকিং দিয়ে রাখুন। নয়তো বা রুম পাওয়াটা দুষ্কর হয়ে উঠবে। যদিও কাঠের কটেজগুলো ছাড়া থাকার জন্য এই রিসোর্টে আরো বেশ ভালো মানের রুমের ব্যবস্থা রয়েছে।

যোগাযোগ: +88 017109882000
মেইল: sales@novemecoresort.com
ওয়েবসাইট: https://www.novemecoresort.com/

বালিশিরা রিসোর্ট

সবুজে ঘেরা আরো একটি রিসোর্টের নাম বালিশিরা। ১.৫ একর জমির উপর নির্মিত এই রিসোর্টটিতে রয়েছে মিনি সুইমিংপুল সংযুক্ত ৪টি ভিলা, ২টি ফ্যামিলি কটেজ, ৪টি টুইন ভিলা এবং ৪টি সিঙ্গেল কটেজ। সুইমিংপুল সংযুক্ত প্রতিটি ভিলার মূল্য ৬,৯৫০টাকা। প্রতিটি ফ্যামিলি কটেজের মূল্য ৫,৯৫০ টাকা। প্রতিটি টুইন ভিলার মূল্য ৬,৯৫০টাকা। আর সিঙ্গেল কটেজগুলোর মূল্য ৫,৯৫০ টাকা করে প্রতি রাতের জন্য। এই রিসোর্টের প্রতিটি কটেজ থেকেই সতেজ প্রকৃতির সান্নিধ্য মিলবে সহজেই। তাছাড়াও খেলার মাঠ, লং টেনিস, টেবিল টেনিস, মিউজিক হলরুম, ব্যক্তিগত সুইমিংপুল ও রেস্টুরেন্ট সুবিধাসহ যাবতীয় প্রায় সকল সুবিধাই রয়েছে এই রিসোর্টে। তবে দুপুরে ও রাতে খাবার অর্ডার করতে চাইলে খাবার গ্রহণের কমপক্ষে এক ঘন্টা আগে জানিয়ে রাখতে হবে। অন্যথায় আপনারা চাইলে রিসোর্ট থেকে ১০ মিনিটের যাত্রাপথ (সিএনজি যোগে) অতিক্রম করে পানসি রেস্টুরেন্ট থেকে সাশ্রয়ী মূল্যে সুস্বাদু খাবার গ্রহণ করতে পারেন।

শ্রীমঙ্গল শহর থেকে কিছুটা ভেতরে রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টটি অবস্থিত। শ্রীমঙ্গল শহর থেকে রিসোর্টটির দুরুত্ব সিএনজি যোগে মাত্র ১৫ মিনিটের মতো। তবে কেউ যদি রেলপথে আসতে চান তাহলে শ্রীমঙ্গল রেল স্টেশনে নেমে সেখান থেকে সিএনজিতে চড়ে খুব সহজেই বালিশিরা রিসোর্টে পৌঁছতে পারবেন। এক্ষেত্রে রেলপথে যাত্রাই তুলনামূলক বেশ সাশ্রয়ী।

যোগাযোগ: +880 17 6655 7760
মেইল: balishiraresort@gmail.com
ওয়েবসাইট: https://www.balishiraresort.com/

লেমন গার্ডেন রিসোর্ট

সবুজের ছায়ামাখা প্রকৃতির অভয়ারণ্যে ঘেরা অসম্ভব সুন্দর একটি রিসোর্ট লেমন গার্ডেন। শ্রীমঙ্গলের লাউয়াছড়া উদ্যানের অতি নিকটে এই রিসোর্টটি অবস্থিত। সিলেটের অন্যান্য সেরা রিসোর্টগুলোর মতো এটিও খুবই নির্জন ও পরিবেশ বান্ধব। এতে রয়েছে নিজস্ব ফলের বাগান যেখানে দেখা মিলবে আম, কাঁঠাল, আনারস, কদবেল, পেঁয়ারা, জাম্বুরা, জলপাই, নারকেল, পেঁপে, আমড়া, কামরাঙা, জামরুল, আতাফল, ডালিম ও মাল্টাসহ দেশি-বিদেশী নানান ফলের সমাহার। রিসোর্টের মাঝে এমন ফলের বাগান নজর কাড়ে দর্শনার্থীদের। শুধু তাই নয় বাগানের মাঝে প্রকৃতির এই আবহকে উপভোগ করার জন্য ছাউনির নিচে চেয়ার ও টেবিল যোগে রয়েছে বিশ্রামের সুব্যবস্থাপনা। শ্রীমঙ্গল শহর থেকে লেমন গার্ডেন রিসোর্টের দূরত্ব চার কিলোমিটারের মতো। শ্রীমঙ্গল রেলস্টেশন কিংবা বাস স্টপ থেকে রিসোর্টে পৌঁছতে সময় লাগবে (৩০-৪০) মিনিটের মতো।

পরিবেশ বান্ধব এই রিসোর্টটিতে রাত্রি যাপনের জন্য রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুম ,কটেজ ,কনফারেন্স হল ও বাংলোসহ নানাবিধ সুযোগ-সুবিধা। ১৪ কক্ষবিশিষ্ট এই রিসোর্টের ডাবল বেডের প্রতিটি কক্ষের ভাড়া দুই হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

যোগাযোগ: +৮৮০১৭৬৩৪৪৪০০০
মেইল: info@lemongardenresort.com
ওয়েবসাইট: https://lemongardenresort.com/

শ্রীমঙ্গল টি রিসোর্ট এন্ড মিউজিয়াম

বাংলাদেশ চা বোর্ডের ব্যবস্থাপনায় পরিচালিত শ্রীমঙ্গল টি রিসোর্ট। শ্রীমঙ্গল শহর থেকে রিসোর্টের দূরত্ব ৪ কিলোমিটারের মতো। ভাড়াউড়া চা বাগানের পাশে প্রায় ২৫.৮৩ একর জমির উপর অবস্থিত এই টি রিসোর্টটি। প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত এই রিসোর্টটি সেই ব্রিটিশ আমলে নির্মিত বেশ পুরোনো একটি রিসোর্ট। তৎকালীন সময়ে এটি মূলত ব্রিটিশ বাংলো হিসেবে ব্যবহৃত হতো ,কালের পরিক্রমায় বর্তমানে যেটিকে রিসোর্টে রূপান্তর করা হয়েছে।

এই রিসোর্টে অতিথিদের বিনোদনের জন্য রয়েছে অত্যাধুনিক টেবিল টেনিস কোর্ট ,ব্যাডমিন্টন কোর্ট ও সুইমিংপুল। এখানে বিভিন্ন ধরণের আবাসন ব্যবস্থা রয়েছে। যেমনঃ আইপি রুম ,ভিআইপি রুম ,ইকোনমি ক্লাস এবং বাংলো। এগুলোর মধ্যে ইকোনমি ক্লাসের ভাড়া ২,০০০ টাকা। যা সর্বনিম্ন। ইকোনমির পর রয়েছে আইপি ক্যাটাগরি। আইপি ক্যাটাগরিতে প্রতি রাতের জন্য পরিশোধ করতে হবে ৩,০০০ টাকা। আর ভিআইপি ক্লাসের ভাড়া (৩,৫০০-৫০০০) টাকা পর্যন্ত হয়ে থাকে। আর সবশেষে রয়েছে বাংলো। এক-একটি বাংলোর ভাড়া ৯,৫০০ থেকে ১৮,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে বুকিং মূল্যের সাথে ১৫% ভ্যাট ও ১০% সার্ভিস চার্জ আবশ্যক। শ্রীমঙ্গল শহর থেকে যেকোনো সাধারণ যানবাহনে করে এই রিসোর্টে আসা যাবে। এছাড়া রিসোর্ট কর্তৃপক্ষকে আগে থেকে জানিয়ে রাখলে উনারা শ্রীমঙ্গল থেকে রিসোর্ট পর্যন্ত পরিবহন সুবিধা দেবে।

যোগাযোগ : +88 01712 071502
মেইল: tearesort@yahoo.com
ওয়েবসাইট : https://www.tearesort.gov.bd/

সুইস ভ্যালি রিসোর্ট

সিলেট মৌলভীবাজারের শমশের নগরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটির পাশেই সুইস ভ্যালি রিসোর্টটির অবস্থান। অন্যান্য রিসোর্টগুলোর মতো এখানেও রয়েছে প্রকৃতির সুনিবিড় ছোঁয়া। চারদিক থেকে নানান গাছ-পালা দিয়ে ঘেরা এই রিসোর্টটি। শুধু তাই নয় এখানকার কটেজগুলোও বেশ পরিবেশ বান্ধব। কটেজের প্রতিটি আসবাপত্রই তৈরী করা হয়েছে পরিবেশের উপযোগী করে ,প্রতিটি আসবাবেই লেগে আছে বাঁশ ,কাঠ ও শনের মিতালী। তবুও যেন আধুনিকায়নের কোনো বালাই নেই এই রিসোর্টে। এসি ,নন-এসি উভয় আবাসন ব্যবস্থাই রয়েছে এই রিসোর্টে। এই রিসোর্টের প্রতিটি এসি ,নন-এসি সিঙ্গেল কটেজের ভাড়া যথাক্রমে ২,৫০০ এবং ৩,৭০০ টাকা। সিঙ্গেল কটেজগুলো দু’জনের জন্য যথেষ্ট। সিঙ্গেল কটেজ ছাড়াও ২ রুম ও ৪ রুমবিশিষ্ট কটেজ রয়েছে। এ কটেজগুলো মূলত তাদের জন্য বেশি উপযোগী যারা বন্ধুদের সাথে দলবদ্ধভাবে বেড়াতে যেতে চান। এছাড়াও যারা পরিবার নিয়ে যেতে চান তাদের জন্যও রয়েছে ভিন্ন ফ্যামিলি কটেজের ব্যবস্থা। প্রতিটি ফ্যামিলি কটেজের ভাড়া ১০,০০০ টাকা। তবে এই বুকিং মূল্যগুলোর সাথে ১৫% ভ্যাট এবং ৭.৫% সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে।

সুইস ভ্যালি রিসোর্টের খাবারের মান মোটামুটি ভালো। নিজস্ব খাবার সেবা প্রদান করে থাকে রিসোর্ট কর্তৃপক্ষ। এ রিসোর্টে যাতায়াত পদ্ধতিও বেশ সহজ। শমশের নগর রেলস্টেশন থেকে রিসোর্টের দুরুত্ব মাত্র ২ কিলোমিটারের মতো হওয়ায় যেকোনো স্থানীয় যানবাহনে চেপে সহজেই যাওয়া যায় এই রিসোর্টে।

যোগাযোগ : +88 01786 493 700
মেইল : mizanurrahmanshipu@hotmail.com
ওয়েবসাইট : https://www.swissvalleysn.com/

টিলাগাও ইকো ভিলেজ

সত্যিকারের গ্রামীণ প্রকৃতির ক্ষুদ্র ঠিকানা টিলাগাও ইকো ভিলেজ। গ্রাম বাংলার ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে এখানকার প্রতিটি কটেজেই দেয়া হয়েছে মাটির ছোঁয়া। শুধু তাই নয় চারপাশে মাটির প্রলেপন ,কাঠের প্রবেশদ্বার আর শনের ছাউনি কটেজগুলোতে যোগ করেছে এক গ্রামীণ মাত্রা। চারিদিকে নিস্তব্ধ নির্জনতার ভীড়ে কটেজগুলো ঘিরে অজান্তেই এক অসাধারণ অনুভূতি আবির্ভুত হয় আগন্তুক অতিথিদের মনে। এখানে বেড়াতে আসা প্রায় প্রতিটি অতিথিই মায়ায় পরে যায় এই রিসোর্টের। এই রিসোর্টের কটেজ সংখ্যা একেবারেই সীমিত। এখানে মাত্র ৪টি কটেজ রয়েছে পুরো রিসোর্ট জুড়ে। ফলে অন্যান্য রিসোর্টের তুলনায় অতিথিদের সংখ্যা স্বাভাবিকভাবেই কম থাকে এ রিসোর্টে। দৃষ্টিনন্দন কটেজগুলো ছাড়া লাভ আকৃতির একটি পুকুরও আছে এখানে। এখানকার প্রতিটি কটেজের ভাড়া একই। তবে সপ্তাহে দু’দিন শুক্রবার ও শনিবার এই কটেজগুলোর ভাড়া থাকে একটু বেশি অর্থাৎ ৩,০০০ টাকা। এছাড়া অন্যান্য দিন কটেজগুলোর ভাড়া থাকে ২,৫০০ টাকা করে প্রতি কটেজ।

 যোগাযোগ: +8801987-998566, +8801877722855
ফেসবুক পেইজ: https://www.facebook.com/TilagaonEcoVillage

নিসর্গ ইকো রিসোর্ট

শ্রীমঙ্গল উপজেলার রাধানগর ইউনিয়নে নিসর্গ ইকো রিসোর্ট অবস্থিত। বাংলাদেশ সরকারের বিশেষ বন রক্ষা প্রকল্প তথা “নিসর্গ” এর নির্দেশনায় সম্পূর্ণ বিদেশী অর্থায়নে গড়ে উঠেছে এই ইকো রিসোর্ট। এই রিসোর্টের কটেজগুলো মূলত পৃথক স্থানে নিকটস্থ দুটি ভিন্ন অংশে বিভক্ত। এর মধ্যে একটি হলো  ” নিসর্গ  লিচুবাড়ি ইকো কটেজ” ,আর অন্যটি হচ্ছে “নিসর্গ নীরব ইকো কটেজ” ।লিচুবাড়ি কটেজের চারপাশে রয়েছে লিচুগাছের অনন্য সমাহার। আর এই কারণেই এমন নামকরণ করা হয়েছে এই কটেজ অংশের। অন্যদিকে ,লেবুবাগানের পাশেই অবস্থিত “নিসর্গ নীরব ইকো কটেজ”। “লিচুবাড়ি” ও “নীরব” ইকো কটেজ নামক নিসর্গ ইকো রিসোর্টের মূল কটেজ দুটোতে রয়েছে বেশ কয়েকটি করে পৃথক কটেজ। এগুলোর ভাড়া ২,৩০০ থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত। প্রায় বেশ কয়েকটি ক্যাটাগরিতে বিভিন্ন মূল্যে কটেজ ও রুম ভাড়া দেয়া হয় এই রিসোর্টে। যেমনঃ করুই কটেজে প্রতি রাতের জন্য গুনতে হবে ২,৩০০ টাকা ,বাবুই কটেজে ২,৫০০ টাকা ,ময়না কটেজে ৩,০০০ টাকা ,মুড কটেজে ৪,৫০০ টাকা এবং ধনেশ কটেজে ৫,০০০ টাকা। অন্যদিকে ডিলাক্স রুমের ভাড়া ২,৫০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আর যাতায়াতের ক্ষেত্রে যেকোনো সাধারণ যানবাহনে খুব সহজেই শ্রীমঙ্গল শহর থেকে চলে আসতে পারবেন এই রিসোর্টে।

যোগাযোগ: +88 01766557780
মেইল: nishorgoresort@gmaill.com
ওয়েবসাইট: https://www.nishorgocottage.com/

গ্র্যান্ড সেলিম রিসোর্ট এন্ড ট্যুর                          

চা বাগানের মাঝখানে এক নৈসর্গিক পানে গড়ে উঠেছে গ্র্যান্ড সেলিম রিসোর্ট ট্যুর। পাখির চোখে দেখলে মনে হবে সবুজ কার্পেটের মাঝে রিসোর্টটি যেন এক উঁচু অট্টালিকা। এই রিসোর্টের বাহিরে চারপাশে শুধুই চা বাগান আর চা বাগান। রিসোর্টের চতুস্কোণে সবুজের এমন দিগন্ত জোড়া বিস্মৃতি এর সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে আরো বহুগুনে। রিসোর্টের ভেতর থেকেও চা বাগানের চমৎকার দৃশ্য উপভোগ করা যায় রুমে বসে। এছাড়া এ রিসোর্টে যেতে চাইলে মূল সড়ক থেকে সরাসরি চা বাগানের মধ্যদিয়েই খানিকটা সম্মুখে অগ্রসর হয়ে প্রবেশ করতে হয়। মানদণ্ডের বিচারেও এই রিসোর্টটি বেশ পরিবেশ বান্ধব। রিসোর্টের বর্তমান ওয়েবসাইট অনুযায়ী এখানে চার ক্যাটাগরিতে রুম ভাড়া দেওয়া হয়। দু’জনের জন্য এখানে রয়েছে ক্যাপল ডিলাক্স ক্যাটাগরি। এই ক্যাটাগরির (Couple Deluxe) ভাড়া ৩,০০০ থেকে ৪,৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তিন জনের জন্য রয়েছে আবার ফ্যামিলি ডিলাক্স ক্যাটাগরি। যার নিয়মিত ভাড়া প্রায় ৫,৫০০ টাকা। ক্যাপল ডিলাক্স এবং ফ্যামিলি ডিলাক্স ছাড়াও ফ্যামিলি সুপ্রিম ডিলাক্স এবং ফ্যামিলি সুইট ক্যাটাগরির রুমে রাত্রি যাপনের জন্য পরিশোধ করতে হবে যথাক্রমে ৬,২৭০ টাকা এবং ৭,৫২৫ টাকা। আনুষাঙ্গিক সুবিধা-স্বরূপ এ রিসোর্টে রয়েছে রেস্টুরেন্ট ব্যবস্থা,পার্টি রুম, সুইমিংপুল, গাড়ি পার্কিং ব্যবস্থা এবং সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থাসহ আরো নানা সুবিধা।

শ্রীমঙ্গল শহর থেকে ২ কিলোমিটার দূরবর্তী রাধানগর এলাকার উপজাতীয় গ্রাম তথা মনিপুরী পাড়ায় অবস্থিত এই রিসোর্টটি। অনেকের কাছে এই রিসোর্টই সংক্ষেপে জিএসআরটি রিসোর্ট নামেও পরিচিত। শ্রীমঙ্গল শহর থেকে সিএনজি ,রিক্সা কিংবা যেকোনো সাধারণ যানবাহনে চড়ে যাওয়া যায় এ রিসোর্টে। অন্যথায় রিসোর্ট কর্তৃপক্ষকে আগ থেকে জানিয়ে রাখলে তারা শ্রীমঙ্গল শহর থেকে রিসোর্ট পর্যন্ত বিনামূল্যে পরিবহন সুবিধা প্রদান করে থাকেন।

যোগাযোগ: +88 01709-883333
মেইল: reservation@grandselimresort.com
ওয়েবসাইট: https://grandselimresort.com/

হোটেল বা রিসোর্ট বুকিং এর ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখা জরুরী

  • হোটেল ,রিসোর্ট কিংবা কটেজের ভাড়া সর্বদা পরিবর্তনশীল। অতিথিদের চাহিদা এবং সামঞ্জস্যপূর্ণ সাম্প্রতিক বিষয়গুলোর উপর নির্ভর করে এর পরিমাণ   উঠা-নামা করে। তাই হোটেল বুকিং এর ক্ষেত্রে সর্বদা সাম্প্রতিক ধার্যমূল্য সম্পর্কে নিশ্চিত হয়ে নিন । মাঝেমাঝে হোটেল কর্তৃপক্ষ বেশ বড় ধরণের ছাড় ঘোষণা করে থাকে ,এ তথ্যগুলো তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে জেনে নিতে  পারেন।
  • সকল রিসোর্টের নিরাপত্তা ব্যবস্থা সমান নয় ,কাজেই কোনো হোটেল কিংবা রিসোর্টে উঠার আগে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সুনিশ্চিত হয়ে নিন।
  • অনেকেই বিভিন্ন ওয়েবসাইট থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে কোনো বিশ্বস্ততা যাচাই না করেই আগ থেকে হোটেল বুকিং করে টাকা পরিশোধ করে দেয়, যা এক ধরণের বোকামি ছাড়া আর কিছুই না। কারণ এর ফলশ্রুতিতে প্রতারিত হওয়ার বড় একটা সুযোগ তৈরী হয়। কাজেই হোটেল কিংবা রিসোর্টগুলোর নিজস্ব ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটে প্রকাশিত মোবাইল নম্বরে আর্থিক লেনদেন করার পূর্বে নিজ দায়িত্বে বিশ্বস্ততা যাচাই করে নিন।

হোটেল বা রিসোর্টে রাত্রিযাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু নির্দেশনা

  • হোটেল কিংবা রিসোর্টের অভ্যন্তরে সকল প্রকার মাদকদ্রব্য সেবন পরিহার করুন।
  • আপনার সকল প্রকার মূল্যবান জিনিসপত্র ব্যক্তিগত ব্যাগের মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন। কারণ ভুলবসত কোনো জিনিসপত্র রুমে রেখেই চেক আউট  করে ফেললে পরবর্তীতে সেই বিষয়ে হোটেল কর্তৃপক্ষ কোনো ভাবেই দায়ী থাকবে না। যদিও হোটেল কর্তৃপক্ষ আপনার গচ্ছা যাওয়া জিনিসটি ফেরত দেওয়ার সর্বোচ্চ করবে ,কিন্তু তা খুঁজে পাওয়া না গেলে হোটেল কর্তৃপক্ষ দুঃখিত বলেই দায় সারবে। তাই এক্ষেত্রে কিছু বাড়তি অর্থ খরচ করে কর্তৃপক্ষের লকারে আপনার মূল্যবান জিনিসটি নিরাপদে রাখুন।
  • সার্বজনীন নিয়ম অনুযায়ী ২-৫ বছর পর্যন্ত শিশুরা বাবা-মায়ের সাথে একই রুমে থাকতে পারবে। এক্ষেত্রে তাদের থাকার জন্য সাধারণত কোনো প্রকার বাড়তি অর্থ পরিশোধ করতে হয় না।
  • এক গবেষণায় জানা গেছে ,ব্যাকটেরিয়া বা জীবাণুর বড় একটা অংশ থেকে যায় টেলিভিশনের রিমোর্টে। তাই এ বিষয়ে সতর্কতা অবলম্বন জরুরী।
  • রাত্রিযাপনের ক্ষেত্রে নিজের পোষা প্রাণীটিকে সঙ্গে রাখার ইচ্ছে থাকলে হোটেল বা রিসোর্ট বুকিং করার সময় এ বিষয়ে জেনে নিন। কারণ সব হোটেলে এ বিষয়ে অনুমতি দেয়া হয় না।
  • রুম থেকে বাহিরে বের হওয়ার সময় দরজা বাহির থেকে ভালোভাবে লক করে বের হবেন। যেন আপনি পুনরায় ফিরে আসা আগ পর্যন্ত অন্য কেউ এই লক খুলে ভেতরে প্রবেশ করতে না পারে।
  • সবশেষে চেক আউট করার সময় আপনার সকল প্রয়োজনীয় জিনিসপত্র নেয়া হয়েছে কি না তা ভালোভাবে দেখে নিন।

আশা করি ,উক্ত বিষয়গুলো সঠিকভাবে লক্ষ্য রাখলে এবং প্রয়োজনীয় নির্দেশনাগুলো মেনে চললে কোনো প্রকার বাধা-বিপত্তির সম্মুখীন হতে হবে না। বরং পছন্দমতো নিবাসে স্বাচ্ছন্দেই রাত্রিযাপন করতে পারবেন। সবশেষে আপনাদের সকলের সাফল্যপূর্ণ ভ্রমণ কামনা করি, সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

Leave a Comment
Share
ট্যাগঃ resortsreemangal