বেসক্যাম্প অ্যাডভেঞ্চারস, (Basecamp Adventures) বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি ভিত্তিক রিসোর্ট, ২০১৪ সালে গাজীপুরে যাত্রা শুরু করে। এরপর চট্টগ্রামের ফয়েজ লেক এবং বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়ায় তাদের শাখা চালু হয়। ঢাকার আগারগাঁও এলাকায় বিমান বাহিনী জাদুঘরের পাশে এয়ারফোর্স বেসক্যাম্প (Air Force Basecamp) হল তাদের নতুন সংযোজন। এই বেসক্যাম্প নগর বাসীদের জন্য অ্যাডভেঞ্চার এবং বিনোদনের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এয়ারফোর্স বেসক্যাম্পে প্রবেশ করলেই চোখে পড়বে নয়নাভিরাম সবুজ পরিবেশ। প্রবেশ মুখেই আপনার পছন্দের প্যাকেজ নির্বাচন করতে পারবেন। ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন একটি বিশাল সবুজ মাঠ, যার বিভিন্ন প্রান্তে রয়েছে নানা রকম অনগ্রাউন্ড অবস্ট্যাকল অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। বন্ধুবান্ধব বা পরিবারের সাথে এসে এই অ্যাক্টিভিটিগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও রয়েছে ট্রি টপ অ্যাক্টিভিটি, ক্লাইম্বিং ওয়াল, জিপ লাইনিং, গ্ল্যাম্পিং টেন্ট, ক্যাম্পিং জোন, ইয়োগা ও মেডিটেশন সেন্টার এবং একটি সুন্দর রেস্টুরেন্ট।
ঢাকার কোলাহলপূর্ণ জীবন থেকে বিরতি নিয়ে কিছুটা সময় কাটাতে চান প্রকৃতির কাছাকাছি? বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি বেজড রিসোর্ট “বেসক্যাম্প অ্যাডভেঞ্চারস” এর নতুন এই শাখা পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান।
এখানে রয়েছে বড়দের এবং বাচ্চাদের জন্য আলাদা আলাদা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির ব্যবস্থা।
এয়ারফোর্স বেসক্যাম্পে বড়দের জন্য রয়েছে নানা ধরনের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। মাটিতে বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে অনগ্রাউন্ড অবস্ট্যাকল অ্যাক্টিভিটি, গাছে গাছে বিভিন্ন রকম ট্রি টপ অ্যাক্টিভিটি, মাড ট্রেইলে কাদার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া, উচ্চ ওয়াল ক্লাইম্বিং, এক স্থান থেকে অন্য স্থানে জিপ লাইনিং করে যাওয়া – এসব কিছুই আপনার অ্যাড্রেনালিন রাশ বাড়িয়ে দেবে। এছাড়াও টিম বিল্ডিং গেমস এবং আর্চারির ব্যবস্থা রয়েছে যা আপনার দলবদ্ধ কাজ করার দক্ষতা বৃদ্ধি করবে এবং আপনাকে নতুন কিছু শেখার সুযোগ দেবে।
শুধু বড়রাই নয়, বাচ্চাদের জন্যও এয়ারফোর্স বেসক্যাম্পে রয়েছে অনেক কিছু। বাচ্চাদের উপযোগী করে তৈরি করা হয়েছে ট্রি টপ অ্যাক্টিভিটি জোন, যেখানে তারা নিরাপদে গাছে চড়ে বিভিন্ন মজার অ্যাক্টিভিটি করতে পারবে। এছাড়াও রয়েছে প্লে জোন, যেখানে তারা খেলনা নিয়ে খেলতে পারবে, ক্লে জোন যেখানে তারা মাটি দিয়ে বিভিন্ন আকৃতি তৈরি করতে পারবে এবং লেগো জোন যেখানে তারা লেগো ব্লক দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে পারবে। বাচ্চারা জিপ লাইনিং এবং আর্চারি করার সুযোগও পাবে, যা তাদের সাহস এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
এয়ারফোর্স বেসক্যাম্পে বিভিন্ন রকমের প্যাকেজ প্রোভাইড করে থাকে। তাদের ৪টা প্যাকেজ নিয়ে দেয়া হলো –
বেসক্যাম্পের সাথে প্রাথমিকভাবে পরিচিত হতে চান বা কম সময়ের জন্য ভ্রমণ পরিকল্পনা করছেন? তাহলে সিঙ্গেল এন্ট্রি প্যাকেজটি আপনার জন্য আদর্শ। মাত্র ৪০০ টাকায় ২ ঘন্টা বেসক্যাম্পে প্রবেশ করতে পারবেন। এই ৪০০ টাকা আপনি রেস্টুরেন্টে খাবার খেয়ে বা কোন একটি অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে খরচ করতে পারবেন। এটি আপনাকে বেসক্যাম্পের পরিবেশ এবং সুযোগ-সুবিধা সম্পর্কে একটি ভালো ধারণা দেবে।
যদি আপনি বেসক্যাম্পের সকল অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি উপভোগ করতে চান, তাহলে মর্নিং বা আফটারনুন প্যাকেজ বেছে নিতে পারেন। ১২০০ টাকার এই প্যাকেজে আপনি ৪ ঘন্টা ধরে বেসক্যাম্পে সময় কাটাতে পারবেন এবং সকল অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারবেন। সকাল (সাধারণত ৯টা থেকে ১টা) বা বিকাল (২টা থেকে ৬টা) – আপনার সুবিধামত যেকোন একটি সময় বেছে নিতে পারেন।
পরিবারের সকল সদস্যের সাথে একসাথে আনন্দ উপভোগ করতে চান? তাহলে ফ্যামিলি প্যাকেজটি আপনার জন্য পারফেক্ট। ১২ বছরের নীচের প্রতিটি বাচ্চার জন্য ১০০০ টাকা এই প্যাকেজে বাচ্চারা সকল কিডস অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারবে। এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, প্রতিটি বাচ্চার সাথে একজন অভিভাবক একেবারে বিনামূল্যে বেসক্যাম্পে প্রবেশ করতে পারবেন।
বেসক্যাম্পে আরও বেশি সময় কাটাতে চান? তাহলে ডে লং বা নাইট স্টে প্যাকেজ আপনার জন্য। এই প্যাকেজে আপনি পুরো দিন বা রাত ধরে বেসক্যাম্পে থাকতে পারবেন। ক্যাম্পিং এবং ক্যাম্পফায়ারের ব্যবস্থা আপনার অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে তুলবে। এই প্যাকেজের মূল্য এবং বিস্তারিত জানার জন্য বেসক্যাম্প কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।
এয়ারফোর্স বেসক্যাম্পের রেস্টুরেন্টটি ইনডোর এবং আউটডোর – দুই ভাগে বিভক্ত। চারপাশের সবুজ পরিবেশে বসে খাবার খাওয়ার অভিজ্ঞতা অন্য রকম। রেস্টুরেন্টে বিভিন্ন রকমের খাবার এবং পানীয় পাওয়া যায়। আপনি চা, কফি বা আপনার পছন্দের যেকোনো পানীয় অর্ডার করতে পারেন। বাচ্চাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও রয়েছে। রেস্টুরেন্টের পাশেই বাচ্চাদের জন্য রয়েছে লেগো জোন, ক্লে জোন এবং প্লে জোন, যাতে বড়রা খাবার খাওয়ার সময় বাচ্চারা মজা করতে পারে।
ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এয়ারফোর্স বেসক্যাম্পে যাওয়া বেশ সহজ। আপনি ঢাকার যেকোনো স্থান থেকে বাস, সিএনজি, অটোরিকশা বা প্রাইভেট কার যোগে সহজেই আগারগাঁও পৌঁছাতে পারবেন। বিমান বাহিনী জাদুঘরের ঠিক পাশেই এই বেসক্যাম্প অবস্থিত, তাই জাদুঘরের অবস্থান চিনতে পারলেই বেসক্যাম্প খুঁজে পেতে কোনো সমস্যা হবে না। গুগল ম্যাপ ব্যবহার করলে আরও সহজে পৌঁছাতে পারবেন। আগারগাও মেট্রো স্টেশনে নেমে খুব সহজেই পেয়ে হেঁটে এখানে যেতে পারবেন।
যেকোন ধরনের তথ্যের জন্যে কিংবা ছোট বড় গ্রুপের বুকিং অথবা কর্পোরেট প্রোগ্রামের জন্যে বুকিং দিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন – 01942-777999 এটা তাদের অফিসিয়াল নাম্বার। এছাড়া চাইলে তাদের ফেইসবুক পেইজে কিংবা অফিসিয়াল মেইল এড্রেসে যোগাযোগ করতে পারেন।
এয়ারফোর্স বেসক্যাম্প পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটি উত্তম স্থান। বিশেষ করে বাচ্চাদের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি একটি অনন্য অভিজ্ঞতা হবে।
Leave a Comment