নর্দার্ন লাইটস, রাইন

রাইন নরওয়ের একটি গ্রাম, আর্কটিক বৃত্তের ১০০ কিলোমিটার উপরে এই শ্বাসরুদ্ধকর গ্রামটি নরওয়ের লফোটেন দ্বীপপুঞ্জের মস্কেনেসয়া দ্বীপে অবস্থিত। গ্রামটি যথারীতি “পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা” হিসেবে খ্যাতি অর্জন করেছে।এর জনসংখ্যা ৩২৯ জন মাত্র। সবচেয়ে ভাল কিছু জেলেদের ঐতিহ্যবাহী কটেজ গুলোকে ভ্রমণকারীদের থাকার জায়গা হিসেবে রূপান্তর করা হয়েছে।

অরোরা

প্রতি শীতে প্রকৃতি প্রেমীরা এবং ফটোগ্রাফাররা জড়ো হয় এখানে অরোরা (Northern Lights) দেখতে। আর্কটিক সার্কেল থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় অবস্থানের ফলে এটি একটি প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।

কখন যাবেন

অরোরা দেখার জন্য সেপ্টেম্বর থেকে এপ্রিল হচ্ছে সবচেয়ে ভাল সময় ।

কোথায় থাকবেন

Reine Rorbuer – এটি সবদিক থেকেই চমৎকার, আধুনিক সাঁজ সজ্জায় সাজানো হয়েছে, বাইকিং, কায়াকিং এবং স্কিয়িং সুবিধা এর একদম পাশেই রয়েছে। ভাড়া ২০৫-৪৪০ ডলার।

Sakrisøy Rorbuer – রাইনের পাশেই এর অবস্থান, ভাড়া ২০০-২৮০ ডলার।

Rorbu Cabins at Valen হচ্ছে পাশাপাশি ২ টি ভিন্নধর্মী কেবিন। আধুনিক ভাবে সজ্জিত। বাইরের দিকে অনেকটা খোলা জায়গা রয়েছে। মেইন বাজার থেকে ১০০ মিটার দুরেই এর অবস্থান। ভাড়া ২৭৫-৩৬০ ডলার।

Guesthouse Det gamle Hotellet (Hamnøy) – ৫ রুমের এই গেস্ট হাউজটি বেশ সাশ্রয়ী, সম্পূর্ণ সুযোগ সুবিধা সহ রান্নাঘর রয়েছে আর আছে ওয়াইফাই ইন্টারনেট। বাস স্টপের কাছেই রয়েছে এই গেস্ট হাউজ। ভাড়া ৭৭ ডলার থেকে শুরু।

এখানকার বাজার রয়েছে গ্রামের একদম মাঝা মাঝি জায়গায়, আপনার রান্নাবান্নার প্রয়োজনীয় বাজার সদাই এখান থেকে করতে পারবেন।

আপনার যদি হাইকিং করার শখ থাকে তাহলে Reinebringen অবশ্যই আপনার বেস্ট চয়েস হবে। হামাগুড়ি দিয়ে বেয়ে উঠা ধাপ গুলো আপনাকে নিয়ে যাবে এই দ্বীপের এমন জায়গায় যেখান থেকে দেখা যাবে সবচেয়ে বড় প্যানারোমিক ভিউ। উচ্চতা যদিও মাত্র ৪৫০ মিটার, তবে বেশ পিচ্ছিল। উপরের ভিউ ভাল মত উপভোগ করতে হলে হাঁতে বেশ সময় নিয়ে যাওয়া উচিত।

Leave a Comment
Share
ট্যাগঃ northern lightsnorwayreine