পালমাজুয়া

পালমাজুয়া (Palmajua), ভারতের উত্তরবঙ্গের এক ছোট্ট পাহাড়িয়া গ্রাম যেখানে পাহাড়চুড়ো মেঘের সুরমা পরে, জঙ্গলের গন্ধ বয়ে আনে শীতল বাতাস। পাহাড়ি ঝোরার গর্জন ঘুম পাড়ানি গান গায় আর পাখিদের কোরাস ঘুম ভাঙায় ভোরবেলা। ‘পাল’ শব্দের অর্থ তাবু আর ‘মাজুয়া’ বলতে বোঝায় দুটি পাহাড়ের মধ্যবর্তী জায়গা। ধোত্রে আর লোধোমার মাঝে অবস্থিত পালমাজুয়ার উচ্চতা তুলনামূলকভাবে কম, ১৮০০ মিটার। কমবেশি দেড়শো জন মানুষ বাস করেন এ গ্রামে। চারিদিকে মাথা তুলে দাঁড়িয়ে সারি সারি পাহাড়, তাদের গায়ে সিঙ্গালিলার জঙ্গলের ঠাসা বুনট। রংবাহারি প্রেয়ার ফ্ল্যাগগুলো দুলে দুলে সঙ্গত দিচ্ছে হিমেল হাওয়াকে।

পালমাজুয়া এর পাহাড় যেন আরও সুন্দর, আরও সবুজ। কুয়াশা আর মেঘ তো পাহাড়ে দেখাই যায়। তবে এই পাহাড়ে মেঘ আসে, টুক করে ঢুকে পড়ে এর ওর বাড়িতে, বারান্দায়। নির্জন এই পাহাড়িয়া গ্রামে হাঁটলেই কুয়াশার চাদর যেন আষ্টেপৃষ্ঠে গায়ে জড়িয়ে ধরে। রোদ উঠলেই যেন রূপের বদল ঘটে চোখের পলকে। ঘন নীল আকাশের নীচে পাইন, ওক, বারচ, ধুপির ঠাসবুনোটে মোড়া এক ছোট্ট পাহাড়ি গ্রাম পালমাজুয়া। কাছেই রয়েছে সিঙ্গালিলা জাতীয় উদ্যান। প্রায় ১৭০ প্রজাতির পাখি দেখা যায় এখানে।

অপরূপ বৃক্ষবৈচিত্রের মাঝে রয়েছে সুন্দর হোমস্টে। মাত্র ১৫ মিনিটের হাঁটাপথে চলে আসুন পালমাজুয়া ভিউপয়েন্ট (Palmajua Viewpoint) এ। চোখের সামনে ধরা দেবে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ রূপ। শীতে ভোর থেকে প্রায় সারাদিনই হাসিমুখে তার দেখা মেলে। এ ছাড়াও এই ভিউপয়েন্ট থেকে পশ্চিম সিকিমের দারামদিনকে দেখে নিতে পারেন। এখানকার বন্যপ্রাণের সম্ভার বেশ চমৎকার। সিঙ্গালিলা জাতীয় উদ্যানের অন্তর্গত হওয়ার ফলে গভীর জঙ্গলে বাঁশবনে রেড পন্ডাদের দেখা মেলে। এ ছাড়া প্যাঙ্গোলিনও দেখতে পাওয়া যায়। মাছ ধরার নেশা যাঁদের আছে, চলে যেতে পারেন কাছেই শিরিখোলায়। মনের সুখে মাছ ধরুন, তার পর ভেজে খান। হোমস্টে-তে রাতে নেপালি ট্র্যাডিশনাল ডান্সের আয়োজন রয়েছে। তবে এর জন্য আলাদা চার্জ লাগে।

পালমাজুয়া থেকে গাড়ি করে ঘুরে নেওয়া যায় রাম্মাম হাইডেল পাওয়ার প্রজেক্ট, রিম্বিক কিংবা শ্রীখোলা। ক্রেস্টেড কিংফিশার, ব্রাউন ডিপার-দের দেখতে মোমোখোলা-য় ঢুঁ দিতে পারেন। এছাড়াও আশেপাশে রয়েছে অসংখ্য ছোটখাটো ট্রেকরুট। এমনকি ট্রেক করে পৌঁছে যাওয়া যায় সান্দাকফু!

কিভাবে যাবেন

এনজেপি কিংবা শিলিগুড়ি থেকে গাড়িতে চলে যেতে পারেন পালমাজুয়া। দূরত্ব প্রায় ৬৫ কিমি। মানেভঞ্জন থেকে বাতাসি, ধোত্রে হয়ে পালমাজুয়া পৌঁছতে হয়।

কোথায় থাকবেন

পালমাজুয়াতে থাকার জন্য রয়েছে সুন্দর হোমস্টে। সিঙ্গালিলা জাঙ্গল লজ (Singalila Jungle Jodge), ফোন – ০৯২৩১৫-৮১১৭৭, ০৯৬৩৫১-০৯২০১, ০৯৬৪১৬-৭৮০০৬। থাকা-খাওয়া সমেত জনপ্রতি ১৫০০ টাকা। ডান্স, গাইডের জন্য আলাদা চার্জ লাগে।
ই-মেইলঃ singalilajunglelodge@yahoo.co.in

Leave a Comment
Share