নাক্সস

নাক্সস (Naxos), এটি গ্রীস এর Cycladic দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ। প্রচলিত ট্যুরিস্ট প্লেসের বাইরে ভিন্ন স্বাদের ভ্রমণের জায়গা যারা খুজছেন তাদের জন্যে একদম সঠিক সন্ধান হতে পারে এটি। যেখানে ভীড় নেই, দেখা যাবে খাঁটি গ্রীক জীবনযাত্রা। নাক্সস ছাড়াও এরকম দ্বীপ অনেক আছে এই অঞ্চলে।

নাক্সস দ্বীপের প্রধান আকর্ষণ পোর্টারা বা ডা গ্রেট ডোর। খ্রীষ্ট পূর্ব 530 সালে এখানকার রাজা একটি এপোলো দেবতার মন্দির বানাতে শুরু করেন। কিন্তু কাজ একটু এগোতেই অন্য রাজ্যের আক্রমণে রাজা পরাস্ত হন, মন্দির থেকে যায় অসম্পূর্ণ। সেই মন্দিরের দরজাই পোর্টারা। যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে অতীতের গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে। সূর্যাস্তের সময়ে অস্তগামী সূর্যের আলোতে মায়াবী রূপ ধারণ করে এই দরজা, মনে হয় যেন হেঁটে গেলে মনে হয় পৌঁছে যাবো অন্য কোনো জগতে।

এছাড়াও আছে নাক্সস এর বিখ্যাত সব সমুদ্র সৈকত, সোনালী বালি আর স্ফটিক স্বচ্ছ নীল জলের অপূর্ব সুন্দর সব বীচ। নাক্সসে অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে, পাহাড়ের উপর তেমনি এক গ্রাম এপিরন্থস (Apiranthos)। মারবেলে বাঁধানো রাস্তাঘাট, গ্রীক pottery এর দোকান, ছোট ছোট ক্যাফে, নানা রঙের দরজা দেওয়া বাড়িঘর, ফুলের সম্ভার – সব মিলিয়ে ফটোগ্রাফারদের জন্য স্বর্গ।

নাক্সস এ খাবারও খুব ফ্রেশ, আর দামও কম অন্য জায়গার তুলনায়। তাই এই দ্বীপে থাকাকালীন মন ভরে সামুদ্রিক মাছ এবং অন্য খাবার টেস্ট করতে পারেন।

Leave a Comment
Share
ট্যাগঃ greecenaxos