নাফলিও

নাফলিও (Nafplio) স্বাধীন গ্রীসের প্রথম রাজধানী। Venetian দের তৈরি পালামিডি ফোর্টরেস এই শহরের মূল আকর্ষণ। এই ফোর্টরেসটি বানানো হয় ১৭১৪ সালে, যখন নাফলিও তাদের দখলে ছিল। মাত্র এক বছরের মধ্যে তুর্কীরা দখল করে নেয় এই শহর এবং সঙ্গে এই ফোর্টরেস। ১৮২২ সালে গ্রীক স্বাধীনতার সংগ্রামের সময়ে এক রাতের মধ্যে গ্রীক যোদ্ধারা দখল করে নেয় এই পালামিডি ফোর্টরেস এবং তখন থেকেই এটা গ্রীসের অংশ। এরপর ১৮২৯ সালে এটিকে গ্রীসের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়, পরবর্তী কালে ১৮৩৪ সালে রাজধানী এথেন্সে স্থানান্তরিত করেন তৎকালীন রাজা।

ফোর্টরেস এর প্রবেশ দ্বার অবধি উঠতে গেলে ভাঙতে হয় ৯১৩ টা সিড়ি। আর ফোর্টরেস এর শীর্ষে পৌঁছতে গেলে ৯৯৯ টা সিড়ি উঠতে হয়। উঠতে সময় লাগে ১ ঘন্টার কম বেশি। তার একটা কারণ অবশই বাঁকে বাঁকে দাঁড়িয়ে ছবি তোলা। ওপর থেকে শহর, সমুদ্র,বীচ, Acronauplia, Bourtzi কাস্টল ইত্যাদি অত্যাশ্চর্য সুন্দর দৃশ্যাবলী দেখা যায়।

নাফলিও কিন্তু ঐতিহাসিক কারণে শুধু বিখ্যাত নয়, এটি বিখ্যাত গ্রীক মূল ভূখণ্ডের সব চেয়ে রোমান্টিক শহর হিসেবে। এই শহরের পথে ঘাটে ঘুরে বেড়াতে পারেন। ছবির মতন সুন্দর রাস্তাঘাট, রঙ বেরঙের পসরা নিয়ে ছোট বড় দোকান, লাল নীল সবুজ রঙে সাজানো সব ক্যাফে, সুন্দর চার্চ – সব মিলিয়ে মন ভরে যাওয়ার মতন সুন্দর। সুন্দর সুন্দর ছবি আর ততোধিক সুন্দর স্মৃতি নিয়ে শহর ছাড়তে পারবেন এটা নিশ্চিত করেই বলা যায়।

Leave a Comment
Share
ট্যাগঃ greeceNafplio