মিকোনোস

মিকোনোস (Mykonos), গ্রীসের Cycladic দ্বীপপুঞ্জের বিখ্যাত দ্বীপ গুলোর মধ্যে অন্যতম। খ্যাতির দিক থেকে সান্তরীনির পরেই এই দ্বীপের অবস্থান। একে গ্রীসের পার্টি আইল্যান্ডও বলা হয়ে থাকে। খুবই সুন্দর সুন্দর সমূদ্র সৈকতে সাজানো এই দ্বীপ। প্লাটিয়া গিয়ালস, প্যারাডাইস, সুপার প্যারাডাইস, এলিয়া এগুলি মিকোনোস এর বিখ্যাত সব বীচ।

মূল শহরটিও খুবই আকর্ষণীয়। সরু সরু আঁকাবাঁকা গলি আর ফুল দিয়ে সাজানো প্রায় প্রত্যেকটি মোড়। বুটিক, আর্ট গ্যালারি, নানা প্রদর্শনী, সৌভানিয়ের এর দোকান এবং অবশ্যই ক্যাফে আর বার এ ভর্তি এই শহর। তাছাড়াও আছে ভেনেটিয়ানদের তৈরি ষোড়শ শতাব্দীর কাটো মিলি উইন্ডমিল। পোর্ট এর কাছেই আছে মৎস্য ব্যবসায়ীদের তৈরি বাড়িঘর, যেগুলোর বারান্দা থেকে দেখা যায় পোর্ট ও সমুদ্র। আঠেরোশ শতাব্দীর তৈরি এই জায়গার নাম লিটল ভেনিস। এই বাড়ি গুলিতে অবশ্য এখন আর মৎস্য ব্যবসায়ীরা থাকে না, সবই হোটেল এবং ক্যাফেতে ভর্তি। এই দ্বীপে এলে অবশ্যই আসতে হবে এই জায়গায়। সূর্যাস্ত দেখার এটি সবচেয়ে আদর্শ স্থান। বিখ্যাত পাড়াপর্পিটিআনি চার্চও অবশ্য দ্রষ্টব্য। আরো আছে কিছু ছোট বড় চার্চ, যার মধ্যে উল্লেখযোগ্য রেড চার্চটি।

এখানে সবই খুব কাছাকাছি, তাই এক দিনই যথেষ্ট এই দ্বীপ ঘোরার জন্য, যদি না আপনি সব বীচ ঘুরে দেখতে চান। অনেক সিনেমার শুটিংও হয়েছে এই জায়গায়। শাহরুখ রানী অভিনীত চলতে চলতে সিনেমার তওবা তুমহারে য়ে ইসারে গানের শুটিং হয়েছিল এই জায়গায়।

Leave a Comment
Share
ট্যাগঃ greeceMykonos