মনোলিথ পার্ক

শিলং এর আর এক আশ্চর্য হলো মনোলিথ। যার সাথে জড়িয়ে আছে স্থানীয় মানুষের ধর্মবিশ্বাস। শিলং এর এক বিশেষ উপজাতি তাদের সম্প্রদায়ের মানুষের মৃত্যুর পর সেই ব্যাক্তির উদ্দেশ্য একটি মনোলিথ (Monoliths) তৈরি করে, পাথরের উপর পাথর বসিয়ে। এই পাথর ধীরে ধীরে আয়তনে বৃদ্ধি পায়। তাদের বিশ্বাস মনোলিথ বেড়ে যাওয়া মানে মৃত্যুর পরেও সেই ব্যাক্তির আত্মা সুখে আছে। আর অদ্ভুত ভাবে মনোলিথ গুলি আয়তনে বেড়েও যায়। এই রকম কয়েকশো মনোলিথ নিয়ে তৈরি হয়েছে একটা মনোলিথ পার্ক। শিলং থেকে প্রায় ৬০ কিলোমিটার দুরে নার্টিয়াং এ। এখানে রয়েছে সর্বোচ্চ মনোলিথটিও।

বিজ্ঞান এবং বিশ্বাস যেখানে একজায়গায় মিলেছে তা হল প্রাকৃতিক সৌন্দর্য। যার দেখা মিলবে নার্টিয়াং এ।

যাওয়ার উপায়

শিলং থেকে গাড়ি তে প্রায় ২ ঘন্টা লাগবে পৌঁছতে।

Leave a Comment
Share