মোকোচুং

মোকোচুং (Mokokchung) ভারতের উত্তর নাগাল্যান্ডের একটি ছোট্ট পাহাড়ি শহর। মূলত মোকোচুং শহরকে কেন্দ্র করেই ১৬টি ওয়ার্ড নিয়ে গড়ে উঠেছে গোটা মোকোচুং জেলা এবং মিউনিসিপ্যালিটি অঞ্চল। কিন্তু মোকোচুং বিখ্যাত হয়েছে আও মানবগোষ্ঠীর সাংস্কৃতিক এবং সামাজিক পীঠস্থান হিসেবে। ব্রিটিশ আমলে নাগা পর্বতে আসাম রাইফেলসের প্রথম আউটপোস্ট হিসেবে গড়ে উঠলেও বর্তমানে এটি হয়ে উঠেছে এই প্রাচীন জনগোষ্ঠীর নিজস্ব বাসস্থান। নতুন খাবার, নতুন মানুষ, নতুন ভাবে জীবনকে চিনতে চাইলে যেতে হবে মোকোচুং। মোকোচুং থেকে আশেপাশের চুচুইমপাঙ, খেনসা বা উংমা গ্রাম থেকেও ঘুরে আসতে পারবেন। ছবির মতো সুন্দর লংখুম গ্রাম বা লাংপাংকং গুহা থেকেও চাইলে খুব সহজেই ঘুরে আসতে পারেন। প্রতি বছর মে মাসের শুরুতে অনুষ্ঠিত হয় আও জনগোষ্ঠীর সপ্তাহজুড়ে নবান্ন উৎসব মোয়াৎসু। তাই ঘোরার প্ল্যান সাজালে এই উৎসবটা মাথায় রেখে প্যান সাজাতে ভুলবেন না।

মোকোচুং যাওয়ার উপায়

নাগাল্যান্ডের ডিমাপুর এয়ারপোর্ট ফ্লাইটে চেপে আসামের জোরহাট এয়ারপোর্ট চলে যেতে হবে। ট্রেনে করে যেতে চাইলে পৌঁছে যান আসামের মারিয়ানী ট্রেন স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে মোকোচুং যেতে হবে। তবে মনে রাখবেন, নাগাল্যান্ডে ভ্রমণ করতে চাইলে সাথে করে ইনার লাইন পারমিট নিয়ে আসতে হবে।

Leave a Comment
Share
ট্যাগঃ nagaland