মৌসিনরাম

ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত মৌসিনরাম (Mawsynram) পৃথিবীর সবচেয়ে আদ্র স্থান। মৌসিনরামে ৭০০ মিলিলিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। যদিও শিলং এই জায়গা থেকে ৮০ কিমি দূরে যেখানে মাত্র ৯০ মিলিলিটার বৃষ্টিপাত হয়। একটা সময় চেরাপুঞ্জি সবচাইতে বেশি বৃষ্টিপাতের স্থান হলেও বর্তমানে সেই স্থানটি মৌসিনরামের দখলে। প্রকৃতির সাথে বৃষ্টিকে উপভোগ করতে চাইলে অবশ্যই যেতে হবে মৌসিনরাম। মৌসিনরাম নামটা শোনা মাত্রই যেমন চোখের সামনে ভেসে ওঠে নীল আকাশ, সাদা মেঘ, সুদূর সবুজ প্রান্তর, ঢেউ খেলানো পাহাড়, স্ব‌চ্ছ নদী, পাহাড় বেয়ে বয়ে আসা ঝর্ণা, হ্রদ আর অর্কিডের বাগান। এই সব কিছুই আপনি উপভোগ করতে পারবেন মৌসিনরামের রাস্তায়। এছাড়া এখানে দর্শনীয় স্থান হিসাবে রয়েছে মাওজুমবুঁই কেভ ও জাকরেম হট স্ট্রিম।

কেন মৌসিনরাম পৃথিবীর সবচেয়ে আদ্র স্থান?

ভারতের মেঘালয় (Meghalaya) রাজ্যের পূর্ব খাসি পাহাড়ের দক্ষিন অংশে রয়েছে উত্তর দক্ষিন ওরিয়েন্টের উপত্যাকা। বাতাস বঙ্গোপসাগরের উপর দিয়ে পূর্ব খাসি পাহাড়ের দিকে উড়ে যাওয়ার সময় প্রচুর আদ্রতা নিয়ে যায় সঙ্গে করে। এই আদ্রতা খাসি পাহাড়ে পৌঁছাবার সঙ্গে সঙ্গে ঘনীভূত হয় এবং ভারী মেঘ তৈরী করে যার ফলে এই ঢালগুলিতে প্রচুর বৃষ্টি হয়। মৌসিনরামে বৃষ্টি শুরু হয় এপ্রিল বা মে মাস থেকে যা চলতে থাকে অক্টোবর পর্যন্ত। এখানে এতো পরিমান বৃষ্টি হয় যে রেইন কোট বা ছাতা কাজ করে না। রাস্তাঘাটে চলাফেরা করলে প্রথমেই চোখে পড়বে ঐতিহ্যবাহী ছাতা ” অনূপ”। আসলে এটা বাঁশের চটি আর কলাপাতা দিয়ে বানানো নৌকার মতো আকৃতির। ওপরের দিকটা মাথায় আটকে থাকে , পেছনের লেপ্টে থাকে পিঠে। কোন হাতল নেই।

মৌসিনরাম এর দর্শনীয় স্থান কি কি

মৌসিনরাম ট্যুরে প্রধান দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য নামগুলি হল মাওজুমবুঁই কেভ ও জাকরেম হট স্প্রিং। বাজার এলাকার কাছেই পাহাড়ের ঢালু উতরাই পথ ও তার পর কয়েক ধাপ সিঁড়ি পৌঁছে গেছে মাওজুমবুঁই গুহার সামনে। এটি রহস্যে ঘেরা প্রাচীন এক প্রাকৃতিক গুহা। প্রাকৃতিক উপায়ে স্ট্যালাগমাইটে তৈরি শিবলিঙ্গটি এখানকার মূল আকর্ষণ। শিবলিঙ্গের ঠিক উপরিভাগে থাকা একটি প্রস্তরখণ্ড থেকে জলের ফোঁটা পড়ে। শিবরাত্রিতে এখানে প্রচুর ভক্তসমাগম হয়। আরণ্যক পরিবেশে গুহার গাম্ভীর্য মুগ্ধ করে তোলে।

মৌসিনরামের কাছে অন্য একটি দর্শনীয় স্থান হল জাকরেম উষ্ণ প্রস্রবণ। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, প্রস্রবণের জল চর্মরোগ উপশমে ভীষণ ভাবে কার্যকরী।

ভ্রমণের সেরা সময়

মৌসিনরাম ভ্রমনের সেরা সময় হল সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যে। এই দুই মাসে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় এবং আবহাওয়া একেবারেই মনোরম থাকে। আপনি যদি বৃষ্টি উপভোগ করতে চান এবং প্রাকৃতিক নিষ্ঠুর সাক্ষী হতে চান, তাহলে বর্ষাকাল হল মৌসিনরাম দেখার সেরা সময়। 

মৌসিনরাম যাওয়ার উপায়

কলকাতা থেকে প্রথমে পৌঁছোতে হবে গুয়াহাটি। বিমান অথবা ট্রেন পথে চলুন। ট্রেন পাবেন সরাইঘাট এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, কাঞ্চনজঙঘা এক্সপ্রেস অথবা দ্বিসাপ্তাহিক কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস। গুয়াহাটি স্টেশনের বিপরীত দিকেই পল্টন বাজার। এখান থেকে শেয়ার সুমো। নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি ভাড়া করেও ১০০ কিমি দূরের শিলং শহরে পৌঁছোতে পারেন।

শিলং থেকে গাড়ি বুকিং করেই মৌসিনরাম যেতে পারেন। মেঘালয় ট্যুরিজমের পক্ষ থেকে সারাদিনের জন্য মৌসিনরাম প্যাকেজ টুরেরও আয়োজন করা হয়।

কোথায় থাকবেন

মৌসিনরামে থাকার কোনও ব্যবস্থা নেই। শিলং থেকে দিনে-দিনেই ঘুরে আসা যায় মৌসিনরাম। শিলং শহরে থাকার জন্য আছে অসংখ্য হোটেল। এখানে অধিকাংশ হোটেলের অবস্থানই পুলিশবাজার ও জি.এস. রোডের আশেপাশে।

সঙ্গে রাখুন

মৌসিনরামের রাস্তায় ভালো খাবারের হোটেল মিলবে না। তাই সঙ্গে পানীয় জলের সঙ্গে পর্যাপ্ত ড্রাইফুড রাখবেন। আর এখন-তখন বৃষ্টির হাত থেকে বাঁচতে অবশ্যই ছাতা কিংবা রেইনকোট সাথে রাখবেন।

জরুরি তথ্য

মৌসিনরাম প্যাকেজ টুর ও অন্যান্য ব্যাপারে অনুসন্ধানের জন্য যোগাযোগ করুন – টুরিস্ট ইনফরমেশন সেন্টার, মেঘালয় টুরিজম, পুলিশ বাজার।

কলকাতায় যোগাযোগের ঠিকানা
মেঘালয় টুরিজম, মেঘালয় হাউস, ১২০ শান্তিপল্লি, কলকাতা-৭০০১০৭ ।

Leave a Comment
Share
ট্যাগঃ MawsynramMeghalaya