লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন

মেঘালয় রাজ্যের শিলং এর স্মিত গ্রামের এর কাছে লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন (Laitlum Grand Canyon) একটি অসাধারন ভিউ পয়েন্ট। লাইটলুম শিলং শহর থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত একটি ক্যানিয়ন যেখানে সব সময় থাকে মেঘের আনাগোনা। এখানে মেঘেরা গাভীর মতো চড়ে বেড়ায়।

লাইটলুম অর্থ হলো আলোর শেষ। এটি হচ্ছে শিলং এর সবচেয়ে উঁচু স্থান, একে জিরো পয়েন্টও বলা হয়। এই পাহাড়ের শেষ প্রান্ত এটি এবং এর পরেই রয়েছে গিরিখাত। এখানে যাওয়ার পথের পুরো রাস্তার দুপাশে দেখা মিলবে ধাপ চাষের সোনালী ক্ষেত, মাঝে মাঝে সাদা ছোট জংলি ফুলের কার্পেট, সবুজ ধান ক্ষেত, নানা রঙের বুনো ফুল আর ভয়ঙ্কর সুন্দর ঝর্ণা।

এই ক্যানিয়নের ভিউ পয়েন্টের একেবারে নিচ পর্যন্ত যেতে ভাঙতে হবে প্রায় শ’খানেক সিঁড়ি। অনেক কষ্ট করে যখন সিঁডি বেয়ে নামবেন তখন চারপাশের সবুজ প্রকৃতি, মাথার ওপর ঘুরতে থাকা মেঘ আপনাকে পৌঁছে দেবে এক স্বপ্নের জগতে। শূন্যতার মাঝে মেঘের ভেলায় ভেসে  নিজেকে উপলব্ধি করার এমন সুযোগ মেলা সত্যিই ভার।

প্রবেশ মূল্য

এখানে প্রবেশের জন্যে দর্শনার্থীদের জন্য কোন প্রবেশ মূল্য নেই।

ভিউ দেখার সেরা সময়

লাইটলুম ঘুরতে যেতে চাইলে অবশ্যই দুপুরের আগে যাওয়ার চেষ্টা করবেন। কারন এর পরে মেঘের আনাগোনা বেড়ে যায় বলে তখন এখানকার সৌন্দর্য মেঘে ঢেকে থাকার সম্ভাবনা প্রকট। 

ভ্রমণের সেরা সময়

জুন থেকে অক্টোবর পর্যন্ত, এটি ঘন কুয়াশায় আবৃত থাকে তাই এটি ভ্রমণের সেরা সময়টি বড়দিনের কাছাকাছি। সেপ্টেম্বর থেকে মে লাইটলুম ভ্রমণের সেরা সময়।

লাইটলুম যাওয়ার উপায়

লাইটলুম শিলং (Shillong) থেকে কিছুটা দূরে হওয়ায় সাধারন সাইট সিইং প্যাকেজে এটি থাকে না। আপনাকে গাড়ি রিজার্ভ করতে হবে এর জন্যে। আপনি ১৫০০-১৮০০ রূপিতে সারাদিনের জন্যে ক্যাব রিজার্ভ করে ঘুরে আসতে পারবেন লাইটলুম থেকে। এই প্যাকেজে আপনি শিলং শহরের কয়েকটা প্লেসও যুক্ত করে নিতে পারেন সাথে, যেমন এলিফ্যান্ট ফলস, গলফ কোর্স ইত্যাদি। লোকাল ট্রান্সপোর্ট যায় স্মিত পর্যন্ত সেখান থেকেও ক্যাব ভাড়া নিতে পারবেন।

Leave a Comment
Share
ট্যাগঃ canyonlaitlumMeghalayasmit