কুর্গ

কফির জন্য বিখ্যাত, কর্ণাটক রাজ্যের একটি সুন্দর পর্যটন কেন্দ্র হলো কুর্গ (Coorg) বা কোড়াগু। স্কটিশ উচ্চ পার্বত্য এলাকার সঙ্গে এর তুলনা করা হয়। এখানকার কফি বাগানে দেশের সেরা কফি তৈরি হয়। সুবিস্তীর্ণ মালভূমির মধ্যে রাবার, কফি আর কোকর বাগিচা সৌন্দর্য বাড়িয়েছে অতীতের কোডাবা উপজাতিদের বীরভূমি কুর্গের। এই জায়গাকে ভারতের স্কটল্যান্ড নামেও ডাকা হয়। কফি, গোলমরিচ আর এলাচ হলো কুর্গ এর প্রধান ফসল। কুর্গ সমুদ্র থেকে ৩৫০০ ফুট উঁচুতে অবস্থিত। এই উচ্চতা, ঢালা পাহাড় আর চারিপাশের জঙ্গলের ছায়া, কফি চাষ এর  জন্য উপযুক্ত। কুর্গ এর কফি বাগান, দুই রকমের কফির জন্যে বিখ্যাত – অরেবিকা  এবং রবাস্টা । অরেবিকা হলো মাইল্ড আর ভালো ফ্লেবার কফি। এটার দাম বেশি আর বেশীর ভাগ এক্সপোর্ট হয়। রবাস্টা হলো স্ট্রং আর থিক কফি। রবাস্টা কফির চাষ সহজ আর বেশি দিন থাকে সেই জন্যে দাম কম। চির পরিচিত এসপ্রেসো কফি ১০০% অরেবিকা হলে সব থেকে ভালো হয় কিন্তু দাম বেশি  হবে। দাম ঠিক রেখে কফির স্বাদ বাড়াবার জন্যে রবাস্টার সাথে ব্লেন্ড করে অনেক জাগায় এসপ্রেসো হিসেবে দেওয়া হয়।

কুর্গ এর বিশেষ আকর্ষণ হলো এবি ফল্স (Abby Falls) আর গোল্ডেন বুদ্ধ টেম্পল। মাদিকেরী শহর থেকে ৫ কিলো দূরে এবি ফল্স। যাবার পথে যতদুর পর্যন্ত গাড়ি যায় তত দূর গিয়ে বাকিটা পায় হেঁটে যেতে হয়। হাঁটা পথ ধরে বেশ কিছুটা নিচে কফি বাগানের মধ্যে দিয়ে যেতে যেতে জলের শব্দ শুনতে পাবেন আগে, তারপর ফল্স এর দেখা মিলবে।

মাদিকেরী থেকে ৩৫ কিলো দূরে বাইলাকুপ একটি তিব্বতীদের বসতি। ওখানে অনেক তিব্বতী মনাস্ট্রী এবং ইউনিভার্সিটি আর রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আছে। বুদ্ধের স্বর্ন মন্দির এখানের এক বিশেষ আকর্ষণ। মন্দির কমপ্লেক্স এ তিব্বতী মঁকদের থাকার জায়গা আর একটি সুন্দর বাগান আছে। মন্দিরের ভিতরে ৪০ ফুট উঁচু বুদ্ধ, পাদ্মাসাম্ভাভ আর অমিতায়ুস – এর স্বর্ণ মুর্তি।

কুর্গ এর আরেকটি আকর্ষণ হলো তালকাবেরী যেটা কাবেরী নদীর উদগম স্থল। ব্রহ্মগিরি পাহাড়ে অবস্তিত এই জায়গা টি মাদিকেরী থেকে ৪৮ কিলো দূরে। এখানে একটা মন্দির আর পবিত্র কুন্ড আছে।বলা হয় কাবেরী নদী এই কুন্ড তে একটা ধারা মতন বেরিয়ে মাটির নিচে বয়ে কিছু আগে গিয়ে নদী হয়ে বেরোয়। তালকাবেরী যাবার পথে ভাগ্মণ্ডল একটি পবিত্র স্থল যেখানে তিনটে নদী – কাবেরী, কনিকা এবং সুয্যথীর সংগম স্থল। মন্দির থেকে ৪০৭ টি খাড়া সিড়ি চড়ে পাহাড় এর উপরে পৌছনো যায় যেখান থেকে আসে পাশের পাহাড় এর পুরো রেঞ্জটা দেখা যায়ে। বর্ষাকালে চারিদিক মেঘে ঘেরা থাকে।

কখন ভ্রমণে যাবেন

সেপ্টেম্বর থেকে মার্চ কুর্গ ভ্রমণের সেরা সময়।

কুর্গ কিভাবে যাবেন

কুর্গ এ কোনো এয়ারপোর্ট বা রেল স্টেশন নেই। ভারতের যে কোনো বড় শহর থেকে বেঙ্গালুরুর জন্য ট্রেন আর ফ্লাইট আছে। ওখান থেকে বাস/ট্যাক্সি করে মাদিকেরী যেতে পারেন। বেঙ্গালুরু থেকে মাদিকেরী ২৬০ কিলো দূর আর KSRTC এর ভালো ভলভো বাস সার্ভিস ৬ ঘন্টায়ে পৌঁছে দেয়। মাঙ্গালুরু হয়ে যেতে পারেন যেখান থেকে মাদিকেরী ১২০ কিলো দূর। বেঙ্গালুরু থেকে মাঙ্গালুরুর জন্যে ট্রেন আর ফ্লাইট আছে।

মাদিকেরী এর নিকটতম বড় রেলওয়ে জংশন মাইসোর জংশন। মাইসোর থেকে মাদিকেরীর দূরত্ব ১১৭ কিমি। গাড়ি ভাড়া করে এই পথে সহজেই আসা যায়। সময় লাগে আড়াই ঘণ্টার মত।

Leave a Comment
Share
ট্যাগঃ coorgindiakarnatakakodagu