বরগুনার তালতলী উপজেলা থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে সোনাকাটা ইউনিয়নে সুন্দরবনের একাংশ নিয়ে গড়ে ওঠা টেংরাগিরি ইকোপার্ক (Tengragiri Eco Park) বাংলাদেশের একটি অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য। ১৯৬০ সালে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষিত এই বনটি ১৯৬৭ সালে টেংরাগিরি বন নামে পরিচিতি লাভ করে। সোনাকাটা সমুদ্র সৈকতের পাশে অবস্থিত এই ইকোপার্ক পর্যটকদের জন্য এক চমৎকার গন্তব্য, যেখানে সৌন্দর্য ও বিশালতা একত্রিত হয়ে মনে এক শান্তির অনুভূতি সৃষ্টি করে।
টেংরাগিরি ইকোপার্ক প্রায় ৪০৪৮ হেক্টর জুড়ে বিস্তৃত, যেখানে পশ্চিমে সুন্দরবন, পূর্বে কুয়াকাটা, উত্তরে রাখাইন এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। এখানে প্রচুর শ্বাসমূলীয় গাছ, কেওড়া, গরাণ, সিংরা, হেতাল, গেওয়া এবং ওড়াসহ নানা প্রজাতির গাছের দেখা মেলে। এই অঞ্চলে রয়েছে মিঠা পানির পুকুর, ছোট খাল এবং বন বিভাগের রেস্টহাউজও।
বনের গহীন অরণ্য ধরে এগিয়ে গেলে ৪ কিলোমিটার দীর্ঘ সোনাকাটা সমুদ্র সৈকত অবস্থিত। সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় বা সূর্যাস্তের দৃশ্য পর্যটকদের মুগ্ধ করবে। এখানে ট্রলারে করে গহীন বনের জীববৈচিত্র্য ও সাগরের ঢেউয়ের উচ্ছ্বাস উপভোগ করা যায়।
২০১১-১২ অর্থবছরে বন ও পরিবেশ মন্ত্রনালয়ের অধীনে টেংরাগিরি ইকোপার্কে সোনাকাটা ইকোপার্ক পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। এখানে কুমির প্রজনন কেন্দ্র, হরিণ, শূকুর, চিতা বাঘ, অজগর, বানর, শজারু এবং বন বিড়ালসহ নানা প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। বর্তমানে এই বনকে শকুনের নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
ঢাকা থেকে সড়ক বা নৌপথে বরগুনা পৌঁছানো যায়। সায়েদাবাদ বা গাবতলী থেকে বাসে বরগুনার তালতলী গিয়ে মোটরসাইকেল বা ইজিবাইকে সোনাকাটা ইকোপার্ক পৌঁছানো যায়। এছাড়া, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে পটুয়াখালী রুটের লঞ্চে বরগুনা যাওয়া যায়, এরপর বাসে আমতলী গিয়ে সোনাকাটা পৌঁছানো সম্ভব। কুয়াকাটা থেকেও স্থানীয় ট্রলারে টেংরাগিরি ইকোপার্ক যেতে পারবেন।
এখানে প্রবেশের পর আমতলী ফরেস্ট রেস্টহাউজে রাত্রিযাপন করা যায়, তবে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। এছাড়া বরগুনা শহরে হোটেল আলম, হোটেল বে অফ বেঙ্গল, হোটেল তাজবিন, হোটেল বসুন্ধরা, হোটেল মৌমিতা ইত্যাদি হোটেলে থাকার ব্যবস্থা রয়েছে।
আমতলী-তালতলী-সোনাচর রোডে কয়েকটি বাঙালি খাবারের রেস্তোঁরা রয়েছে যেখানে স্থানীয় স্বাদ উপভোগ করা যায়।
এছাড়া বরগুনার আশার চর, তালতলী রাখাইন পল্লী, শুভসন্ধ্যা সমুদ্র সৈকত, লালদিয়া বন, হরিণঘাটা পর্যটন কেন্দ্র, বিবি চিনি মসজিদসহ অনেক দর্শনীয় স্থান রয়েছে যা আপনি ঘুরে দেখতে পারেন।
টেংরাগিরি ইকোপার্ক প্রকৃতির প্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য, যেখানে আপনি প্রকৃতির অমুল্য রত্ন এবং জীববৈচিত্র্য উপভোগ করতে পারবেন।
Leave a Comment