পদ্মার মৃদুমন্দ বাতাস, ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর নয়নাভিরাম দৃশ্য, আর তারই মাঝখানে স্বপ্নের মতো গড়ে উঠেছে “স্বপ্নদ্বীপ রিসোর্ট”। খাইরুল গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব খাইরুল ইসলামের উদ্যোগে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা এই রিসোর্টটি একটি থ্রি-স্টার মানসম্পন্ন রিসোর্ট। পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে দপ্তর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং ইপিজেডের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কেন্দ্রস্থলে অবস্থিত এই রিসোর্টটি দেশি-বিদেশি পর্যটকদের কাছে বিনোদন ও অবকাশ যাপনের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।
ঢাকা থেকে ১৮৫ কিলোমিটার দূরে, পাবনা শহর থেকে মাত্র ২৪ কিলোমিটার এবং ঈশ্বরদী উপজেলা সদর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরত্বে ১০ বিঘা জমির উপর বিস্তৃত এই রিসোর্টটিতে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা। স্বপ্নদ্বীপ রিসোর্ট থেকে ঈশ্বরদীর উল্লেখযোগ্য দর্শোনীয় স্থানগুলো ভ্রমণের জন্য ব্যবস্থাও রয়েছে।
রিসোর্টের প্রবেশদ্বারেই রয়েছে নান্দনিক কারুকার্য। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে বালি-সিমেন্টের তৈরি জাতীয় ফল কাঠাল, শৈল্পিক আল্পনা, বিশাল দাবার কোর্ট, রঙিন ফুলের বাগান, পাথরের তৈরি বাঘ, জিরাফ, উটপাখি, পাহাড়ি ঝর্ণা, ফুলের লাভ রিয়্যাক্ট, পুষ্পকুঞ্জ, গেমিং জোন, দোয়েল, সিংহ, শঙ্কচিল, ভালোবাসার প্রতীক নারী-পুরুষের প্রতিকৃতি, গ্রামীণ নারীর কলসি কাঁখে চিত্রায়ণ, কার্টুনের বই পড়া শিশু, গিটার হাতে গিরারিষ্ট, ডলফিন ও সিংহ চত্বর, হনুমান, কুমির, সাপ ইত্যাদি।
রিসোর্টে রয়েছে রাত্রিযাপনের সুযোগ-সুবিধাসহ বুফে রেস্টুরেন্ট, যেখানে দেশি-বিদেশি নানা স্বাদের খাবার পাওয়া যায়। প্রশিক্ষিত শেফ ও কর্মীরা সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করে থাকেন। বাংলা, ইন্ডিয়ান, রাশিয়ান, কন্টিনেন্টাল ও চাইনিজ খাবারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে পার্ক, হানিসুই রাইড, সোয়ান রাইড, কিডস জোন, সুইমিং পুল, পিকনিক স্পট। সহস্রাধিক মানুষ একসাথে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করতে পারেন। পাবনার মধ্যে একমাত্র এই রিসোর্টেই বুফে রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। মাসে অন্তত চারবার বুফে আয়োজন করে থাকে রিসোর্ট থেকে।
স্বপ্নদ্বীপ রিসোর্ট এর পার্ক এরিয়া প্রতিদিন সকাল ৮:০০ ঘটিকা থেকে রাত ৮:০০ ঘটিকা পর্যন্ত খোলা থাকে।
বুকিং অথবা যেকোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ +8801312-427608
আমাদের ঠিকানাঃ জয়নগর, ঈশ্বরদী, পাবনা (সলিমপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন)
Leave a Comment