পদ্মহেম ধাম

ভালো লেগেছে
0

পদ্মহেম ধাম ( Padmahema Dham ) যা স্থানীয় ভাবে বাউল বাড়ি নামেই পরিচিত। অল্প সময়ে ঢাকার কাছেই কোথাও থেকে ঘুরে আস্তে চাইলে কিংবা ক্যাম্পিং করতে চাইলে চলে যেতে পারেন মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুর চর গ্রামের লালনের আখড়া পদ্মহেম ধাম থেকে। লালন আখড়া শুনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে মুন্সীগঞ্জে লালন পদার্পণ করলেন কবে? এখানে সাঈজী না আসলেও এসেছে সাঈজীর দর্শন। তার ভালোবাসায় মানব ধর্ম প্রচারে “প্রথম আলো” পত্রিকার প্রখ্যাত ফটো সাংবাদিক কবির হোসেন ভাই গড়ে তুলেছেন লালন প্রেমের এই আখড়া, যেখানে প্রতিবছর হয় সাধুসঙ্গ। এছাড়া যেকোনো সময় যেকোনো পরিব্রাজক নিতে পারে আশ্রয়, কাটাতে পারে ধীরে বয়ে চলা ইছামতীর তীরে দুটি বেলা।

জায়গাটি গাছে ঘেরা সুনিবিড়, পাখপাখালির কলকাকলীতে ভরা। পাশেই রয়েছে খোলা মাঠ, তার পাশে বয়ে চলছে শান্তস্বভাবের মায়াবী ইছামতী নদী। নদীতে বেশীরভাগ সময়েই দেখা যায় নৌকায় ভেসে ভেসে সংসার করা বেদেদের দল। হয়তো মানবপ্রেমের দর্শন এখানেই বলেই কেউ না কেউ ভালোবাসায় আশ্রয় নেয়।

স্থাপনার ক্ষেত্রে আছে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের দোতলা ঘরে বৈঠকখানা, লালনগীতি বিদ্যালয়। আছে বটতলা আর আছে প্রানে অন্যরকম একটা আবহ সৃষ্টি করা মায়াভরা একটা ছায়া সুনিবিড় পরিবেশ।

পদ্মহেম ধামে সবচেয়ে উপভোগ্য সূর্যোদয় আর সূর্যাস্তের সময়টা। ইছামতী ঠিক এখানে এসেই তিনদিকে তিনটি বাক নিয়েছে যার ফলে একটি চমৎকার মোহনার সৃষ্টি হয়েছে।

যাওয়ার উপায়

ঢাকা থেকে খুব সহজেই পদ্মহেম ধাম যাওয়া যায়। ঢাকার গুলিস্তান থেকে টংগীবাড়ি বা সোনারং গামী বাসে উঠে সিরাজদীখান বাজারের গোয়ালবাড়ি নামক জায়গায় নামতে হবে। ভাড়া নিবে ৪০-৪৫ টাকা। এবার এখান থেকে অটোতে করে বালুর চর গ্রামের বাউল বাড়ি যেতে হবে যা ৩-৪ কিলোমিটার দূরে। অটো রিজার্ভে ভাড়া পড়বে ১২০-১৫০ টাকা। স্থানীয়রা একে বাউল বাড়ি/লালনের আখড়া/ লালন আশ্রম নামেও চিনে।

×

করোনা (COVID-19) ভাইরাস থেকে সতর্ক থাকতে যা করনীয়ঃ

 • সবসময় হাত পরিষ্কার রাখুন। সাবান দিয়ে অন্তত পক্ষে ২০ সেকেন্ড যাবত হাত ধুতে হবে।
 • সাবান না থাকলে হেক্সিসল ব্যবহার করুন। হেক্সিসল না থাকলে হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করুন।
 • আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকুন, যতটুকু সম্ভব ভীড় এড়িয়ে চলুন।
 • বাজারে কিছু স্পর্শ করা থেকে বিরত থাকুন, করলে হাত সাবান দিয়ে ধুয়ে নিন।
 • টাকা গোনা ও লেনদেনের পর হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
 • ওভার ব্রিজ ও সিড়ির রেলিং ধরে ওঠা থেকে বিরত থাকুন।
 • পাবলিক প্লেসে দরজার হাতল, পানির কল স্পর্শ করতে টিস্যু ব্যবহার করুন।
 • হাত মেলানো, কোলাকুলি থেকে বিরত থাকুন।
 • নাক, মুখ ও চোখ চুলকানো থেকে বিরত থাকুন।
 • হাঁচি কাশির সময় কনুই ব্যবহার করুন।
 • আপনি যদি করোনা ভাইরাসে আক্রান্ত না হয়ে থাকেন তবে মাস্ক ব্যবহার আবশ্যক নয় তবে আক্রান্ত হলে সংক্রমণ না ছড়াতে নিজে মাস্ক ব্যবহার করুন।

করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। Stay Home, Stay Safe.

দিক নির্দেশনা

আপনার রিভিউ দিন

* বাধ্যতামূলক ভাবে পূরণ করতে হবে।